জ্ঞানের আলো
- মোহাম্মদ রোকনুজ্জামান রীপন ২৮-০৪-২০২৪

পড়েছি কত কাহিনী, গল্প, কবিতা
দেখেছি কত শিল্পীর আঁকা ছবি।
পড়েছি কবি গুরু রবি ঠাকুরের কবিতা
যে কবিতায় ফুটে আছে কাব্য তীর্থের বাক।
পড়েছি বিদ্রোহী কবি নজরুলের কবিতা
যে কবিতায় জেগে আছে নবজাগরণের ডাক।
কবিতা পড়েছি পল্লী কবি জসীম উদ্দিনের
যে কবিতায় ছড়িয়ে আছে গ্রাম বাংলার মমতা।
দেখেছি ছবি শিল্পাচার্য্য জয়নুলের
যে ছবিতে চিত্রায়িত আছে লাখ আর্ত জনতা।
তা, পড়িতে, দেখিতে যেমনি লাগে ভালো
তেমনি ছড়িয়ে আছে এতে জ্ঞানের আলো

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।